উয়েফা সুপার কাপে ‘শিশু ও বেসামরিক মানুষ হত্যা বন্ধে’ ব্যানার প্রদর্শন এবং ফিলিস্তিনের দুই শিশুকে মঞ্চে আনা নিয়ে রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা দেখা দিয়েছে।
প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ২:২৭:২১
ইতালির উদিনেতে ব্লুনার্জি স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত উয়েফা সুপার কাপে টটেনহাম হটস্পারকে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ম্যাচ শুরুর আগে উয়েফা ‘স্টপ কিলিং চিলড্রেন’ ও ‘স্টপ কিলিং সিভিলিয়ান’ লেখা ব্যানার প্রদর্শন করে। খেলোয়াড়দের সামনে সাজানো ব্যানারটির পাশাপাশি পদক বিতরণী অনুষ্ঠানে ফিলিস্তিনের দুই শিশুকে আনা হয়।
উয়েফা জানায়, বিশ্বজুড়ে যুদ্ধের শিকার শিশুদের পাশে দাঁড়াতেই এ আয়োজন করা হয়েছে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে গাজার শিশুদের মানবিক সহায়তার কথা উল্লেখ করা হয়। ১২ বছরের তালা নামে এক কন্যাশিশু চিকিৎসার জন্য মিলানে এসেছে, আর ৯ বছরের মোহাম্মদ বিমান হামলায় বাবা-মাকে হারিয়েছে।
যদিও উয়েফার নিয়মে ম্যাচে রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ, ব্যানারে নির্দিষ্ট কোনো দেশ বা সংঘাতের উল্লেখ করা হয়নি। ‘দ্য টেলিগ্রাফ’ মনে করছে, এ ঘটনা রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে।
এর আগে ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান-আল-ওবেইদের মৃত্যুর বিষয়ে উয়েফার এক পোস্টে হামলার প্রসঙ্গ এড়িয়ে যাওয়া নিয়ে সমালোচনা করেছিলেন মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। সালাহ প্রশ্ন তোলেন, উয়েফা কেন মৃত্যুর কারণ প্রকাশ করেনি।