ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান শাহজাহানের
নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদলের এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, অতীত ভুলে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র চলছে, যা ধৈর্য ও ঐক্যের মাধ্যমে মোকাবিলা করতে হবে। শাহজাহান আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ফ্যাসিবাদ বিদায় হয়েছে এবং সবাইকে এক থাকতে হবে যাতে তা আর ফিরে না আসে।