রাজনৈতিক বিতর্কের ঝুঁকিতে উয়েফা
ইতালির উদিনেতে ব্লুনার্জি স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত উয়েফা সুপার কাপে টটেনহাম হটস্পারকে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ম্যাচ শুরুর আগে উয়েফা ‘স্টপ কিলিং চিলড্রেন’ ও ‘স্টপ কিলিং সিভিলিয়ান’ লেখা ব্যানার প্রদর্শন করে। খেলোয়াড়দের সামনে সাজানো ব্যানারটির পাশাপাশি পদক বিতরণী অনুষ্ঠানে ফিলিস্তিনের দুই শিশুকে আনা হয়।