সিস্টিক ফাইব্রোসিস রোগীদের আশা দেখাচ্ছে বেক্সিমকো ফার্মার নতুন ওষুধ
                                                                    
                                                                    
                                                                        বিরল জেনেটিক রোগ সিস্টিক ফাইব্রোসিসে আক্রান্ত হাজারো রোগীর জন্য এক নতুন সম্ভাবনা নিয়ে এসেছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। যুক্তরাষ্ট্রের ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের ব্যয়বহুল ওষুধ ‘ট্রিকাফটা’র বিকল্প হিসেবে তৈরি করেছে ‘ট্রিকো’ নামের জেনেরিক ওষুধ, যা মূল ওষুধের চেয়ে দামে প্রায় ৫৮ গুণ সাশ্রয়ী। এই অগ্রগতি বাংলাদেশে নয়, বৈশ্বিক পর্যায়েও ওষুধের ন্যায়সঙ্গত প্রাপ্যতা ও মানবিক চিকিৎসাসেবার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।