লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে বিক্ষোভ থেকে শত শত গ্রেফতার
লন্ডনের ওয়েস্টমিনস্টারে প্যালেস্টাইন অ্যাকশন নামের সংগঠনকে সমর্থন জানাতে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে শনিবার (৯ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টার মধ্যে ৪৬৬ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গত মাসে ব্রিটিশ সরকার সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে নিষিদ্ধ করেছিল। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার খর্ব করছে।