বয়স বড্ড কঠিন বিষয়। সময়ের সঙ্গে বয়স বাড়ে, গতি কমে যায়। আর বেশিরভাগ ফুটবলারের ক্ষেত্রে সেই মঞ্চটা ছেড়ে দিতে হয় নীরবে। তখন তারা ইতিহাসের পাতায় নাম লেখান। কিন্তু ফুটবল ইতিহাসে কিছু নাম আছে, যারা শুধু খেলোয়াড় নন, তারা নিজেরাই সময়কে সংজ্ঞা দেন নতুন করে। যেন সময়কেই বুড়ো আঙ্গুল দেখান। ২০২৫ সালে দাঁড়িয়ে এমনই কয়েকজন মহাতারকা আবার মনে করিয়ে দিয়েছেন, বয়স কেবলই একটি সংখ্যা।