ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দল
আজ (শনিবার) বিকেল ৩টায় এএফসি অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের শীর্ষে থাকা বাংলাদেশের জন্য ড্র করলেই মূল পর্বের টিকিট নিশ্চিত হবে। এর আগে লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সমান পয়েন্টধারী কোরিয়াকে গোলসংখ্যায় পেছনে ফেলেছে আফঈদা–সাগরিকারা।