ইসরায়েলি গণহত্যার মধ্যেও কোরআনের হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি
টানা দুই বছরের বেশি সময় ধরে দখলদার ইসরায়েলের সামরিক অভিযানে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। এই সময়ে অর্ধ লাখের বেশি ফিলিস্তিনি নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। অব্যাহত বিমান হামলা ও গোলাবর্ষণে গাজার বিস্তীর্ণ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও স্বাস্থ্যকেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও পবিত্র কোরআন মুখস্থ করা ৫০০ ফিলিস্তিনি হাফেজকে সম্মাননা দেওয়া হয়েছে।