কারাগার থেকে মুক্ত হয়ে জানলেন, স্ত্রী-সন্তানদের কেউ বেঁচে নেই
                        ইসরায়েলের বন্দিশিবির থেকে মুক্ত হয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা হবে, এমন স্বপ্নে বিভোর ছিলেন হাইথাম সালেম। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই হলো গুঁড়েবালি, যখন ফিরে দেখলেন—শূন্য ঘরে নেই সন্তানদের কোলাহল, তাকে ঘিরে হয়নি কোনো আয়োজন।