MENA কার্টুনলোককে সতর্ক করলো সত্যের কথা: হাসি না পাশবিক বার্তা?
Cartoonito Middle East & Africa তে সম্প্রতি যুক্ত হয়েছে সংক্ষিপ্ত অনিমেশন সিরিজ যা শিশুদের বিনোদিত করেই দেয় সমাজ ও মূল্যবোধের পাঠ। আর তার হাস্যকর বা সরল আবহে লুকিয়ে আছে কঠিন বিষয়গুলো, যেমন সামাজিক সুত্র, সংহতি ও পারিবারিক মূল্যবোধ।