সক্ষম রাজনৈতিক দলগুলোর ওপর চাপ সৃষ্টি করে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ
প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ২:২২:২৬
নির্বাচনকে টালবাহানা করা হচ্ছে, এমন প্রক্রিয়ার মাধ্যমে স্বৈরতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “ফ্যাসিবাদ নতুন করে মাথাতোলার চেষ্টা করছে। তাই ঘোষিত সময়েই নির্বাচন অবশ্যই সম্পন্ন হতে হবে।” তিনি আরও বলেন, “গণহত্যার বিচার প্রক্রিয়া চলছে এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজও চলমান। এই প্রক্রিয়ার মধ্যেই দেশের জনগণকে নির্বাচনের সুযোগ দিতে হবে।”