৫ বছরের কারাদণ্ড! বেআইনি ‘জিরো রিটার্ন’ দাখিলে করদাতাদের সতর্ক করল এনবিআর
কর ফাঁকি রোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেআইনি ‘জিরো রিটার্ন’ দাখিলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। করদাতারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা শূন্য আয় দেখালে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। নিয়মিত ও সঠিকভাবে কর রিটার্ন দাখিলের জন্য করদাতাদের আহ্বান জানানো হয়েছে।