লিভিংস্টোনের ঝড়ো ইনিংসে ৪ ওভারে ৫৯ রান দিলেন আফগান লেগ স্পিনার
প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১:৩২:৪২
বার্মিংহাম, ১২ আগস্ট আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের খারাপ সময় যেন কাটছেই না। সর্বশেষ আইপিএলে ৩৩টি ছক্কা হজম করে এক মৌসুমে সর্বাধিক ছক্কা দেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ গড়লেন নতুন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড ইতিহাসের সবচেয়ে খরুচে বোলিং। সোমবার বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে ওভাল ইনভিন্সিবলসের হয়ে ৪ ওভারে (২০ বল) ৫৯ রান দেন রশিদ। এর আগে ৪ ওভারে ৫৩ রান দেওয়ার রেকর্ড ছিল নামিবিয়ার ডেভিড ভিসার দখলে।
রশিদের এই ব্যর্থতার বড় কারণ ছিলেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। ম্যাচের শেষ দিকে ২৫ বলে প্রয়োজন ছিল ৬১ রান। তখন রশিদের করা ওভারে ৩টি ছক্কা ও ২টি চারে ২৬ রান তুলে নেন লিভিংস্টোন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত বার্মিংহাম ২ বল হাতে রেখে জয় পায়। রশিদের ২০ বলের মধ্যে ১০টি বাউন্ডারি (৪টি চার, ৬টি ছক্কা) আসে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ব্যাট থেকে।
লিভিংস্টোন ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বলেন, তিনি আগেও রশিদের বিপক্ষে খেলেছেন এবং তাঁর বিরুদ্ধে স্লগ শটে ভালো রেকর্ড থাকায় আত্মবিশ্বাসী ছিলেন। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদের বিপক্ষে সর্বাধিক রান (২০০) করেছেন লিভিংস্টোন, মাত্র ১০২ বল খেলে স্ট্রাইক রেট ১৯৬।
প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন রশিদ। তবে সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। গত আইপিএলে ১৫ ম্যাচে মাত্র ৯ উইকেট নিয়েছেন গড়ে ৫৭ রান দিয়ে। এবার ‘দ্য হানড্রেড’-এও ব্যর্থতার ধারা চলেছে, যা তাঁর ফর্ম নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।