রাজনৈতিক অঙ্গনে জল্পনা, জাতীয় নির্বাচনের আগে নতুন মোড় নিতে পারেন অভিজ্ঞ রাজনীতিক
প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১:২৮:৩৮
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী নির্বাচনের সময়কালীন সরকারের উপদেষ্টা পদে থাকবেন না। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে মঙ্গলবার (১২ আগস্ট) তিনি এ তথ্য জানান। এর মানে, নাহিদ ইসলামের মতো আসিফ মাহমুদও নির্বাচনের আগে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
আসিফ মাহমুদ বলেন, ২০১৮ সাল থেকে তিনি রাজনীতিতে যুক্ত। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাবেন। তিনি বলেন, নির্বাচনের সময় সরকারের সঙ্গে রাজনীতিকর্মীর সংযোগ থাকলে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের প্রশ্ন উঠতে পারে। প্রসঙ্গত, রাজনৈতিক অঙ্গনে আগে থেকেই গুঞ্জন ছিল—ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম সরকার সরকার থেকে সরে এসে এনসিপিতে যোগ দিতে পারেন। তবে আসিফ মাহমুদ টকশোতে স্পষ্ট করেননি তিনি এনসিপিতে যোগ দেবেন কি না বা আগামী নির্বাচনে প্রার্থী হবেন কি না।
এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনকে কেন্দ্র করে কিছু নেতা-কর্মীর মধ্যে বিরোধ তৈরি হলে ঢাকা বাংলামোটরের রূপায়ন সেন্টারে সংগঠনের কার্যালয় স্থানান্তরের অভিযোগ উঠেছিল। এ নিয়ে আসিফ মাহমুদের পক্ষ থেকে এখনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। গত বছর কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন আখতার হোসেন, সদস্য সচিব নাহিদ ইসলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ। তারা পূর্বে ছাত্র অধিকার পরিষদে যুক্ত ছিলেন এবং ২০২৩ সালে ছাত্রশক্তি গঠন করেন। আসিফ মাহমুদ জানিয়েছেন, জাতীয় রাজনীতিতে কাজ করতে তিনি ঢাকা শহরকেই কেন্দ্র হিসেবে বেছে নেবেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ভোটে অংশ নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবা বিল্লাল হোসেনকে মবের হত্যাকাণ্ড, শিক্ষক নিপীড়ন ও চাঁদাবাজি ঘটনায় অভিযুক্ত করার প্রচারণা চলছে। এগুলো রাজনৈতিক প্রতিপক্ষের ‘অপপ্রচার’, যার বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবার প্রস্তুতি নিচ্ছেন।