ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ২:৪৭:১৮
সিরাজগঞ্জ, ১৩ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। উল্লাপাড়া রেলস্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ওপর এই কর্মসূচি পালিত হয়।
অবরোধের কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ের পাকশী বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুরে, ধূমকেতু এক্সপ্রেস জামতৈলে এবং নীলসাগর ও রংপুর এক্সপ্রেসসহ মোট পাঁচটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কয়েক বছর ধরে তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন। গত ১৯ জানুয়ারি থেকে টানা ১১ দিনের আন্দোলনের পর কর্তৃপক্ষের আশ্বাসে তা স্থগিত করা হয়েছিল। ৭ মে একনেক সভায় ডিপিপির নীতিগত অনুমোদন হলেও এরপর আর অগ্রগতি হয়নি। ২৬ জুলাই থেকে ফের আন্দোলন শুরু হয় এবং গত রোববার সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময় পার হলেও কোনো পদক্ষেপ না আসায় তারা রেল অবরোধে নামেন।
রেলওয়ের পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু বলেন, “রেলপথ একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণে রেলপথ অবরোধ করায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে প্রাথমিকভাবে ৯ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়। সাতবার সংশোধনের পর ব্যয় কমে দাঁড়ায় ৫১৯ কোটি ১৫ লাখ টাকা, মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। বর্তমানে ৫টি বিভাগে ১ হাজার ২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী রয়েছেন। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পৌর শহরের দুটি কলেজ ও দুটি ভাড়া বাড়িতে চলছে।