বাংলাদেশি নাগরিকদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। বাংলাদেশে কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী মনোভাবের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।
এতে বলা হয়, শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’ এই ঘোষণা দিয়েছে।
সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, তারা ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় মানবিক বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা রোগীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল।
তবে বর্তমান পরিস্থিতিতে সেই ছাড়ও আর বহাল রাখা হচ্ছে না বলে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে এখন থেকে কোনো বাংলাদেশি নাগরিককেই হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উজ্বল ঘোষ আরও জানান, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে মোট ১৮০টি হোটেল রয়েছে এবং সব সদস্যই এই সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করবেন। পাশাপাশি সংগঠনের বাইরে থাকা আরও অন্তত ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্রের বরাতে জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে শিলিগুড়ি সফর করে থাকেন। নতুন এই সিদ্ধান্ত তাদের যাতায়াত ও অবস্থানের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।