ওয়াশিংটনে আলোচনার প্রথম দিনেই অগ্রগতি; গম-ডাল-এলএনজি আমদানি বাড়ানোর পরিকল্পনায় আশাবাদী বাংলাদেশ
প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১১:২৮:৫০
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার প্রথম দিনেই পাওয়া গেছে আশাব্যঞ্জক বার্তা। যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) কর্মকর্তারা বাংলাদেশ প্রতিনিধিদলকে জানিয়েছেন, পাল্টা শুল্ক কমানোর বিষয়ে তারা ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে চলেছেন।
মার্কিন রাজধানী ওয়াশিংটনে মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “আমরা স্পষ্ট ইঙ্গিত পেয়েছি, বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক যথেষ্ট কমবে।”
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ইউএসটিআর-এর সহকারী প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।
আমদানি বাড়ানোর কৌশল
শুল্ক কমানোর ক্ষেত্রে ইতিবাচক ফল আনতে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এতে বছরে ১.৫ বিলিয়ন ডলার মূল্যের গম, ডাল ও এলএনজি আমদানি করা হবে। ইতোমধ্যে জি-টু-জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টন গম আমদানির চুক্তি এবং ২.২০ লাখ টন গমের প্রস্তাব অনুমোদন পেয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার উদ্যোগও চলছে। এসব উদ্যোগের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ।
বেসরকারি খাতের উদ্যোগ
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলসহ শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠান টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্র সফর করছেন। তারা গম, ডাল ও সয়াবিন ক্রয়ের জন্য মার্কিন রফতানিকারকদের সঙ্গে চুক্তি করবেন।
১ আগস্ট থেকে কার্যকর হতে পারে সিদ্ধান্ত
বাংলাদেশ পক্ষ আশা করছে, চলমান আলোচনা সফল হলে ১ আগস্ট থেকেই পাল্টা শুল্ক হ্রাস কার্যকর হবে। বাণিজ্য সচিব বলেন, “বুধবার ও বৃহস্পতিবার আরও আলোচনা হবে। আমরা আত্মবিশ্বাসী, বাংলাদেশের জন্য ইতিবাচক সিদ্ধান্ত আসবে।”