যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক কমাতে সবুজ সংকেত: কার্যকর হতে পারে ১ আগস্ট থেকে
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক কমানোর ইঙ্গিত মিলেছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতের প্রতিনিধিরাও আমদানি বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফরে আছেন। আশা করা হচ্ছে, ১ আগস্ট থেকেই শুল্ক হ্রাস কার্যকর হতে পারে।