উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ১৬টি ভবন ধসে পড়েছে, উদ্ধার অভিযান শেষ ঘোষণা
প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ১১:১৪:২৮
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএড) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাব ইস্তাম্বুলসহ একাধিক প্রদেশে অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তি ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৮১ বছর বয়সী এক ব্যক্তি পরে মারা যান। এতে ২৯ জন আহত এবং অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে।
সিনদিরগি থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বড় বড় ভবন মাটির সঙ্গে মিশে গেছে, চারপাশে ধ্বংসস্তূপ ও পেঁচানো লোহার কাঠামোর স্তূপ জমে রয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্গঠন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। দেশটি তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় প্রায়ই ভূমিকম্পের শিকার হয়।