ঢাকার বিশেষ জজ আদালতে তিন মামলার সাক্ষীদের হাজিরের নির্দেশ, আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল
প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ১১:০৭:৩৪
রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় আজ সোমবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে।
দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, তিন মামলার বাদী দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসানকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে এবং তারা আজ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। আসামিরা পলাতক থাকায় সেদিন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এই মামলাগুলোর অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।
গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে তিনটি মামলার বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ। বাকি তিনটি চলছে বিশেষ জজ আদালত-৪ এ। অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা প্রভাব খাটিয়ে রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।