সোমবার, ১১ আগস্ট ২০২৫
| ২৬ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক কমানোর ইঙ্গিত মিলেছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতের প্রতিনিধিরাও আমদানি বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফরে আছেন। আশা করা হচ্ছে, ১ আগস্ট থেকেই শুল্ক হ্রাস কার্যকর হতে পারে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা অবশেষে গুরুত্বপূর্ণ অগ্রগতির দিকে এগোচ্ছে। বিশেষ করে শুল্ক (Tariff) ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয়ে দুই দেশই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ সংক্রান্ত একটি সম্ভাব্য সমঝোতা স্মারক (MoU) চূড়ান্ত করার জন্য যৌথ টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।