মুরিয়েল ও ওজেডার ঝড়, গোলরক্ষক গ্যালেসের দুর্দান্ত সেভে বিধ্বস্ত ইন্টার মায়ামি
প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ২:২৪:২৬
ইন্টার মায়ামি পায়ের ইনজুরিতে ছিটকে থাকা দলের প্রাণভোমরা লিওনেল মেসির অনুপস্থিতিতে আজকের ম্যাচে দুর্বল পরফরম্যান্স করেছে। অরল্যান্ডো সিটি ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে মুরিয়েল গোল করে এগিয়ে যায়। তবে ইন্টার মায়ামি ৩ মিনিট পর ইয়ানিক ব্রাইটের প্রথম গোলের মাধ্যমে সমতা ফিরিয়ে আনে।
দ্বিতীয়ার্ধে আবার ম্যাচে দাপট দেখায় অরল্যান্ডো সিটি। মুরিয়েল দলের দ্বিতীয় গোল করেন ওজেডার সহায়তায়। এরপর ৫৮ মিনিটে নিজেই গোল শিকার করেন ওজেডা। ৮৮ মিনিটে মার্কো প্যাসালিচ দলকে চার গোলে পৌঁছে দেন।
অরল্যান্ডোর গোলরক্ষক পেদ্রো গ্যালেস দুর্দান্ত চার সেভ করেন, যার মধ্যে ছিল লুইস সুয়ারেজের লং রেঞ্জ শট রোধ করা। বিপরীতে ইন্টার মায়ামির গোলরক্ষক ওস্কার ওস্টারি ৮টি শট সেভ করেন।
মেসির অনুপস্থিতিতে ইন্টার মায়ামির আক্রমণ দুর্বল ছিল, যার কারণে তারা জবাব দিতে পারেনি। বর্তমানে তারা ইস্টার্ন কনফারেন্সে ৬ নম্বরে নেমেছে, তবে ১১ ম্যাচ হাতে রেখেছে। অরল্যান্ডো সিটি জয় পেয়ে চারে উঠে এসেছে।