মেসি ছাড়া ভুগল ইন্টার মায়ামি, অরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলে হার
মেজর লিগ সকারে পায়ের ইনজুরিতে ছিটকে থাকা লিওনেল মেসির অভাবে দুর্বল খেলেছে ইন্টার মায়ামি। ৪-১ গোলে তারা হেরেছে অরল্যান্ডো সিটির কাছে। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়া অরল্যান্ডো সিটি শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে। গোলরক্ষক পেদ্রো গ্যালেসের অসাধারণ চার সেভের মধ্য দিয়ে তারা জয় নিশ্চিত করেছে। মেসির অনুপস্থিতিতে ইন্টার মায়ামির দুর্বলতা স্পষ্ট দেখা গেছে, যার কারণে তারা ইস্টার্ন কনফারেন্সে এক ধাপ নিচে নেমেছে।