রাখাইনে বিদ্রোহীগোষ্ঠীর সংঘর্ষের তীব্র গোলাগুলির শব্দ শুনে আতঙ্কিত স্থানীয়রা
প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ২:১২:৪৬
কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানিয়েছেন, সীমান্তের ৩৪ থেকে ৩৫ পিলার সংলগ্ন এলাকায় রাতভর অন্তত ৩০০ থেকে ৩৩০ মিটার দূরে গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি বলেন, ঘটনাটি আরকান আর্মি ও আরসা-আরএসওর মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মধ্যে সংঘর্ষ হতে পারে।
মিয়ানমারের রাখাইন অঞ্চলে দীর্ঘদিন ধরে স্বাধীনতাকামী আরকান আর্মি মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই বিদ্রোহীগোষ্ঠী পুরো রাখাইন সীমান্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছিল। পাঁচ মাস শান্ত থাকার পর হঠাৎ আবারও সীমান্ত এলাকায় গোলাগুলির আওয়াজ ভেসে আসায় পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছে।
বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।