টেস্ট ক্রিকেটে ভয়ংকর পরিণতি মাত্র ২৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে ধস, ক্রিকেট বিশ্বে চমক।
প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ১১:৫৪:২৪
স্যাবাইনা পার্কে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মিচেল স্টার্কের বিধ্বংসী স্পেলে মাত্র ২৭ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা। এই লজ্জাজনক পরাজয়ে অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় ও শেষ টেস্টে তারা হেরেছে ১৭৬ রানে, সিরিজও গেছে ৩-০ ব্যবধানে অজিদের পকেটে। স্টার্ক মাত্র ১৫ বল করে নিয়েছেন ৫ উইকেট, ইনিংসে তার শিকার ৬টি। নিজের শততম টেস্টেই গড়েছেন অনন্য কীর্তি ৪০০ উইকেটের মাইলফলক। দ্বিতীয় ইনিংসে বোল্যান্ডের হ্যাটট্রিক ম্যাচটিকে রূপ দেয় ঐতিহাসিক এক বিপর্যয়ে।
মাত্র ২৭ রানেই শেষ
১৯৫৫ সালে নিউজিল্যান্ড ২৬ রানে অলআউট হয়েছিল, টেস্ট ইতিহাসে সেটাই সর্বনিম্ন দলীয় ইনিংস। এবার মাত্র ১ রানের ব্যবধানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। নবম উইকেটও পতন হয়েছিল ২৬ রানে, এক রানের ব্যবধানেই তারা টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোরে পৌঁছাতে পারত।
স্টার্কের ঘূর্ণি, বোল্যান্ডের বজ্রপাত
প্রথম ৫ ওভারেই স্টার্ক তুলে নেন ৫ উইকেট, তাও মাত্র ৬ রানে! অস্ট্রেলিয়া তখনই নিশ্চিত করে নেয় ম্যাচের ভাগ্য। ৯ রানে তার শিকার ৬টি উইকেট। এর মধ্যে নিজের ৪০০তম উইকেটটি নেন মিকাইল লুইসকে ফিরিয়ে। এই ইনিংসেই মাত্র ১৫ বল করে ৫ উইকেট নেওয়ার ইতিহাস গড়েছেন তিনি টেস্টে যা প্রথমবারের মতো ঘটল। দ্বিতীয় সেশনে হ্যাটট্রিক করে চূড়ান্ত কাজটি সেরে দেন স্কট বোল্যান্ড। টানা তিন বলে তুলে নেন জাস্টিন গ্রিভস, শামার জোসেফ ও জোমেল ওয়ারিক্যানের উইকেট।
অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়েও জয়
তৃতীয় দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে ৪৫ মিনিটের মধ্যেই শেষ ৪ উইকেট হারিয়ে ১২১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ৩০ বছরের মধ্যে অজিদের সর্বনিম্ন স্কোর। তবে ২০৪ রানের লক্ষ্যই ছিল ক্যারিবিয়ানদের জন্য পাহাড়সম, এবং স্টার্ক-বোল্যান্ডের স্পেলে তা হয়ে যায় দুঃস্বপ্ন।
জোসেফের উজ্জ্বলতা
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন আলজারি জোসেফ। মাত্র ২৭ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। পুরো সিরিজে তার মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২২।
উজ্জ্বল অস্ট্রেলিয়া, লজ্জিত ক্যারিবিয়ানরা
এই পরাজয়ের মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে নিজেদের এক কুৎসিত রেকর্ডে নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে শততম টেস্টে স্টার্কের ৪০০ উইকেট ও অসাধারণ পারফরম্যান্স টেস্ট ক্রিকেটে তার অবস্থান আরও পোক্ত করল।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
অস্ট্রেলিয়া: ৩২২ ও ১২১
ওয়েস্ট ইন্ডিজ: 213 ও 27
ফল: অস্ট্রেলিয়া জয়ী ১৭৬ রানে
ম্যান অব দ্য ম্যাচ: মিচেল স্টার্ক (৬/৯)
ম্যান অব দ্য সিরিজ: স্টার্ক / জোসেফ (যেকোনো একজন সম্ভাব্য)