সাবেক কূটনীতিক সারজিসের বক্তব্যে উঠে এলো রাজনৈতিক দলের প্রকাশ্য বিরোধের আড়ালে চলা গোপন সমঝোতার বাস্তব চিত্র।
প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ১:১০:০৯
রাজনীতির মুখোশ উন্মোচন করে দৃপ্ত কণ্ঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বললেন
“চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলবাজি, মাদক ব্যবসা কিংবা কালো টাকার লেনদেন সব কিছু চলছে আগের মতোই। বদলেছে কেবল ভাগ-বাটোয়ারার পার্সেন্টেজ।”
বুধবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এক জনসমাবেশে তিনি এসব বলেন। সারজিস আলমের ভাষায়, “রাজনীতিবিদরা মঞ্চে এসে আদর্শের বুলি ঝরে, আর পর্দার আড়ালে চলে বোঝাপড়ার নেগোসিয়েশন। একই ব্যবসায় সবাই মিলে হাত লাগায়।”
“ফ্যাসিবাদ ভেঙেছি, এখন অপকর্ম ভাঙার পালা”
৩৬ দিনের লড়াইয়ের কথা স্মরণ করে তিনি বলেন,
“আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। এই সংগ্রাম শহিদদের সঙ্গে আমাদের কমিটমেন্টের ফল। এখন এই আন্দোলনের মান বজায় রাখতে হবে—নয়তো রক্ত বৃথা যাবে।”
তিনি স্পষ্ট ঘোষণা দেন “লক্ষ্যচ্যুতি মানে বিশ্বাসঘাতকতা। কেউ যদি ভুল পথে হাঁটে বা অপরাধে জড়িয়ে পড়ে সে যত বড় নামই হোক, আমাদের দাঁড়াতেই হবে তার বিরুদ্ধে।”
তিনি সতর্ক করেন, ব্যক্তি বা গোষ্ঠীভীতির রাজনীতি আর চলবে না।
মাঠে ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (ইবি শাখা) এর সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর সৌরভ, তানভীর মাহমুদ মন্ডল-সহ সংগঠনের তরুণ কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।