সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
| ১৮ কার্তিক ১৪৩২
নাগরিক প্রতিদিন ডেস্ক
অবশেষে শাপলা কলিতেই রাজি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি নির্বাচন কমিশনের (ইসি) কাছে তাদের নিবন্ধনের আবেদনে সংশোধনী এনে ‘লাল শাপলার’ পরিবর্তে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করেছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে সাংবাদিকেরা প্রশ্ন করেন— আপনারা কি ‘শাপলা কলি’ প্রতীক নেবেন? জবাবে তিনি বলেন, ‘আমরা শাপলা কলি নেব। তবে শাপলা কেন দেওয়া হবে না, সে ব্যাখ্যা আমরা এখনো পাইনি।’
তিনি আরও বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ ও ‘শাপলা কলি’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতীকের তালিকা সংশোধন করে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি প্রতীকের জন্য ইসিতে আবেদন করা হয়েছে।