কক্সবাজার সফরে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি
গতকাল ৫ আগস্ট, ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের পাঁচ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে এ সফরে যাওয়ায় তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।