বদলে গেল ফেসবুকের ‘এক্সট্রা বোনাস’ নীতিমালা
 
                            প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৫, ১:১৯:৪৭
ফেসবুকের কনটেন্ট মনেটাইজেশন (Beta) চালু হওয়ার পর থেকেই ক্রিয়েটরদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছিল ‘এক্সট্রা বোনাস’ প্রোগ্রাম। নির্বাচিত কিছু পেজে এই বোনাস দেওয়া হতো নির্দিষ্ট পরিমাণ রিচ বা দর্শকের কাছে পৌঁছানো পোস্টের ভিত্তিতে।
আগে নিয়ম ছিল—একটি পেজ যদি এক সপ্তাহে তিনটি পোস্টে নির্দিষ্ট রিচ পূরণ করতে পারত (যেমন তিন পোস্টে মোট ৩০ লাখ রিচ), তাহলে ফেসবুক সেই পেজকে ২৫০ ডলার পর্যন্ত বোনাস দিত। তবে এই রিচের পরিমাণ পেজভেদে ভিন্ন ছিল—কোনো পেজের জন্য ১৫ লাখ, কারও জন্য ১০ লাখ, আবার কারও জন্য আরও বেশি।
কিন্তু সম্প্রতি ফেসবুক এই নীতিমালায় বড় পরিবর্তন এনেছে। এখন থেকে আর নির্দিষ্ট রিচ অর্জনের প্রয়োজন নেই। নতুন নিয়ম অনুযায়ী, সপ্তাহে অন্তত ৬টি পোস্ট ফেসবুক দ্বারা নির্ধারিত তিনটি গ্রুপে শেয়ার করে অথবা ক্রস পোস্ট করলেই ‘এক্সট্রা বোনাস’-এর যোগ্যতা অর্জন করা যাবে। তবে গ্রুপের অ্যাডমিন যদি পোস্ট ডিলিট করে দেয় তাহলে এক্সট্রা বোনাস পাওয়ার ক্ষেত্রে ডিসকোয়ালিফাই হিসেবে ধরা হবে।
ফেসবুকের অভ্যন্তরীণ টেস্ট গ্রুপ এবং কয়েকটি মনেটাইজড পেজের অ্যাডমিন জানিয়েছেন, এখন থেকে ‘রিচ মেট্রিকস’ নয়, বরং ‘অ্যাক্টিভিটি ও কনটেন্ট শেয়ারিং’ মূল ফোকাস। এর মাধ্যমে ছোট ও মাঝারি আকারের পেজগুলোর জন্য বোনাস পাওয়ার সুযোগ অনেক বেড়ে গেছে।
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন নিয়মের লক্ষ্য হলো—বড় রিচ বা ফলোয়ার থাকা পেজগুলোর পাশাপাশি ছোট ক্রিয়েটর ও নতুন কমিউনিটিগুলোকেও আয়ের সুযোগ দেওয়া। এখন থেকে কনটেন্টের মান, শেয়ারিং ধারাবাহিকতা ও গ্রুপে অংশগ্রহণই বোনাস নির্ধারণে ভূমিকা রাখবে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বাজারে এই পরিবর্তন বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, এখানে অনেক পেজের রিচ তুলনামূলকভাবে কম হলেও তাদের পোস্টিং অ্যাক্টিভিটি এবং এনগেজমেন্ট খুব বেশি। নতুন নিয়মে এসব পেজ এখন বোনাস পাওয়ার দৌড়ে যুক্ত হতে পারবে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি আয় বাড়ানোর সুযোগের পাশাপাশি দায়বদ্ধতাও বাড়াবে। ক্রিয়েটরদের নিয়মিত ছয়টি মানসম্মত পোস্ট দিতে হবে, কপিরাইট ও কমিউনিটি গাইডলাইন কঠোরভাবে মানতে হবে, এবং স্প্যাম কনটেন্ট এড়িয়ে চলতে হবে।
ফেসবুকের এক্সট্রা বোনাস প্রোগ্রামের এই পরিবর্তন ক্রিয়েটরদের জন্য একদিকে যেমন উৎসাহজনক, অন্যদিকে নতুন প্রতিযোগিতার দোরগোড়াও খুলে দিয়েছে। রিচের বাধা না থাকায় এবার ছোট পেজও বড় বোনাসের স্বপ্ন দেখতে পারবে—তবে শর্ত একটাই, নিয়মিত ও মানসম্মত পোস্ট করতে হবে।
লেখক: মো: আবুল বাশার
হেড অব সোশ্যাল অ্যান্ড আইটি
নাগরিক প্রতিদিন