প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৫, ১১:৩১:২২
ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মা হেমবন্তী দেবী মারা গেছেন। শুক্রবার বিহারের গোপালগঞ্জ জেলার বেলসান্দের বাড়িতেই মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন হেমবন্তী দেবী। তার মৃত্যুর আগ পর্যন্ত পাশে ছিলেন ছেলে পঙ্কজ ত্রিপাঠীসহ পরিবারের সদস্যরা।
জানা গেছে, শনিবার বেলসান্দে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও পরিচিতরা শেষকৃত্যে উপস্থিত ছিলেন।
২০২৪ সালে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী জানিয়েছিলেন, তার মা কখনোই বুঝতে পারেননি তিনি (পঙ্কজ) কতটা জনপ্রিয়। এই অভিনেতা বলেন, ‘মা সম্প্রতি আমার কাছে এসেছিলেন, কিন্তু তাকে আবার বাড়িতে ফিরিয়ে দিতে হয়েছে। তিনি সহজ-সাধারণ জীবনই পছন্দ করেন। একদিন বললেন, কেউ নাকি বাসায় গিয়ে আমার খোঁজ করেছিল, তখনই জানতে চাইলেন, আমি কি খুব জনপ্রিয় হয়ে গেছি? তিনি এখনো জানেন না আমি ঠিক কী করি, আর তার জানার প্রয়োজন আছে বলেও আমি মনে করি না।’
এর আগে ২০২৩ সালে পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বানারস তিওয়ারি ৯৯ বছর বয়সে মারা যান।