শ্বাসনালী দগ্ধে প্রাণ হারাল সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ; ৯০% দগ্ধ হয়ে মারা গেলেন অফিস সহায়ক মাসুমা
প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১২:২০:৩৪
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কুলছাত্র জারিফ ফারহান (১৩) ও অফিস সহায়ক মাসুমা (৩২)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জারিফের শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং আইসিইউতে মৃত্যুবরণ করে। মাসুমার শরীরের ৯০ শতাংশ বার্ন ইনজুরি ছিল। তার অবস্থাও ছিল সংকটাপন্ন।
এই নিয়ে বিমান দুর্ঘটনায় ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা ১৭ জন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সামগ্রিক মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫।
জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিল। তার বাবা মো. হাবিবুর রহমান জানান, তারা উত্তরা ১২ নম্বর সেক্টরে থাকেন এবং গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার শ্রীপুর এলাকায়। জারিফ দুই ভাইবোনের মধ্যে ছোট ছিল।
অন্যদিকে, মাসুমা স্কুলটিতে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।