মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহান (১৩), অন্যজন স্কুলের অফিস সহায়ক মাসুমা (৩২)। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা ১৭ এবং মোট মৃতের সংখ্যা ৩৫-এ পৌঁছেছে। বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, জারিফ লাইফ সাপোর্টে ছিলেন এবং তার শরীরের ৪০% পুড়ে গিয়েছিল। মাসুমার দেহের ৯০% দগ্ধ ছিল।