প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, মৃত্যুও নগরবাসীর অভিযোগে কর্ণপাত নেই কর্তৃপক্ষের
প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ৪:৩৩:০৫
গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ঢাকনাহীন ড্রেন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। শহরের প্রধান সড়ক থেকে গলিপথ—সবখানেই ড্রেনের মুখ হা করে আছে। এতে পথচারী ও যানবাহন চালকদের প্রতিনিয়ত পড়তে হচ্ছে দুর্ঘটনায়।
টঙ্গীতে একের পর এক দুর্ঘটনা
সম্প্রতি টঙ্গী বাজার এলাকায় হাঁটতে গিয়ে ঢাকনাহীন ড্রেনে পড়ে আহত হন সিরাজুল ইসলাম। একই এলাকার আরিচপুরে সিহাব নামের এক যুবকও আহত হন।
সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে গত রবিবার রাতে। টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে বিআরটিএ প্রকল্পের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে প্রাণ হারান ফারিয়া তাসনিম জ্যোতি নামের এক নারী।
নগরজুড়ে ভয়াবহ চিত্র
টঙ্গী বাজার, আরিচপুর, বউবাজার, শিলমনু, মরকুন, দত্তপাড়া, আউচপাড়া, গাজীপুরা, বড়বাড়ি, গাছা, পূবাইল, গাজীপুর সদর, সালনা, কাশিমপুর, কোনাবাড়ীসহ বেশিরভাগ এলাকায় সড়কের পাশে খোলা ড্রেন ও ম্যানহোল যেন প্রাণহানির ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা বিথী আক্তার বলেন, “ইম্পেরিয়াল হাসপাতালের সামনে বেশ কয়েকটি ড্রেন খোলা। বহু রোগী ও পথচারী ইতোমধ্যে ড্রেনে পড়ে গুরুতর আহত হয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ নজর দিচ্ছে না।”
সিটি করপোরেশনের দায়সারা বক্তব্য
এ বিষয়ে টঙ্গী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “রাস্তা ও ড্রেন নির্মাণ ও সংস্কারের কয়েকটি টেন্ডার প্রক্রিয়াধীন। কাজ শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে।”
তবে নাগরিকদের অভিযোগ, বছরের পর বছর এ ধরনের আশ্বাসই তারা শুনে আসছেন। বাস্তব চিত্রের কোনো উন্নয়ন নেই।
সচেতন নাগরিকদের প্রশ্ন আর কত প্রাণ গেলে নজর দেবে কর্তৃপক্ষ?