বিএনপি নেতা আবদুস সালাম জানান, দলের জন্য নিরাপদ ও সুবিধাজনক বাসস্থানের খোঁজ চলছে
প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ১:০৭:৩৭
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খুঁজছে দল, এমনটাই জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ জিয়ার এই বাংলাদেশে তারেক রহমানের দেশের কোথাও কোনো বাড়ি, গাড়ি বা ব্যাংক ব্যালেন্স ছিল না। এখনো ঢাকায় তার কোনো বাড়ি নেই, তাই তিনি ভাড়া বাসা খুঁজছেন।”
আবদুস সালাম আরও বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সব কিছু দখল করেছিল। কিন্তু তারেক রহমানের এক নির্দেশে পুরো দেশ শান্ত ছিল, অন্যথায় দেশের আওয়ামী লীগের বাড়িঘর আগুনে পুড়ে যেত। তিনি শুধু দলের নেতা নন, দেশের নেতাও।” তিনি জোর দিয়ে বলেন, “জিয়াউর রহমান যেভাবে দেশকে সংকট থেকে উদ্ধার করেছিলেন, তারেক রহমান ক্ষমতায় এলে মাত্র এক মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবেন। তখন অবৈধ কার্যকলাপ আর চলবে না।”
আবদুস সালাম আশা প্রকাশ করেন, “আগামী নির্বাচনে তারেক রহমান ক্ষমতায় আসলে দেশের অরাজকতা বন্ধ হবে, চুরি-চাঁদাবাজি আর থাকবে না। কারণ তিনি দেশকে সত্যিই ভালোবাসেন।”