পেশাদার সাংবাদিকদের লক্ষ্য করে এই হামলা আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতার বড় ধাক্কা বলে অভিহিত
প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ১:১৯:৫১
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলায় সোমবার (১১ আগস্ট) আল জাজিরার পাঁচ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক শোক প্রকাশ করেছেন। পাশাপাশি জাতিসংঘের ফিলিস্তিন মিশনও এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
ডুজারিক এক বিবৃতিতে বলেন, "আমরা আল জাজিরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। গাজায় ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। সাংবাদিকদের হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিডিয়ার কর্মীরা যেন ভয়ভীতি বা হয়রানি ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেটি নিশ্চিত করা জরুরি।"
তিনি আরও বলেন, গাজার সব এলাকায় সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ও স্বাধীনভাবে পরিস্থিতি তুলে ধরার সুযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজন। জাতিসংঘের ফিলিস্তিন মিশন জানিয়েছে, গাজা সিটির তাঁবুতে বোমা হামলায় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ ক্রিকেহকে হত্যা করেছে। তারা গাজার শেষ বাকি থাকা সাংবাদিকদের মধ্যে ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে ইসরায়েলের গণহত্যা ও মৃত্যুক্ষুধার ঘটনা নথিবদ্ধ করছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় ২০০ এর বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে আল জাজিরার কয়েকজন সাংবাদিকও রয়েছেন।