জোয়ারের তীব্রতায় তলিয়ে গেছে দোকান-পুকুর-রাস্তা, ক্ষতির মুখে মাছচাষিরা; সতর্কতা জারি রেখেছে মৎস্য ও পানি উন্নয়ন বিভাগ
প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১০:৪০:৩৭
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকায় ভয়াবহ জোয়ার দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল থেকে নদীর পানি বেড়ে গিয়ে জোয়ারের সময় স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ফুট উচ্চতায় প্রবাহিত হয়।
পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর জানিয়েছে, শুক্রবার বিকেলে মেঘনার পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপরে উঠে যায়। এর ফলে সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়।
চাঁদপুর শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন,
হঠাৎ নদীতে ঢেউ বেড়ে যায়। পানির তোড়ে দোকানে পানি ঢুকে পড়ে, মালপত্র সরাতে হয়।
হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকার মনির শেখ জানান, “রাস্তার সমান পানি এসে পড়েছে। নিচু রাস্তাগুলো তলিয়ে গেছে।”
চান্দ্রা ইউনিয়নের ইউসুফ গাজী বলেন, “সেচ প্রকল্পের বাইরে সব বাড়ি, রাস্তাঘাট, পুকুর পানিতে ডুবে গেছে। আমার পুকুরের মাছ ভেসে যাওয়ার শঙ্কা।”
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, মাছচাষিদের পূর্ব সতর্কতা দেওয়া হয়েছিল। হাইমচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল হক বলেন, “২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত পানি বাড়বে এমন পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল।”
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, নিম্নচাপের কারণে চাঁদপুরসহ উপকূলীয় অঞ্চলে পানি ১ থেকে ৩ ফুট পর্যন্ত বাড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক বলেন, “মেঘনার পানি বাড়লেও তা বেশি সময় স্থায়ী হয়নি। আমরা সতর্ক রয়েছি।”
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ ও মাছচাষিরা সরকারের সহায়তা কামনা করছেন। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।