মেঘনায় পানি বিপদসীমার ওপরে, উপকূলীয় গ্রামগুলো পানিতে তলিয়ে যাচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনা উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে পানি বেড়ে গিয়ে জোয়ারে স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ফুট বেশি পানি প্রবাহিত হয়েছে। এতে সদর ও হাইমচর উপজেলার নদীঘেঁষা এলাকার রাস্তাঘাট, পুকুর এবং ঘরবাড়িতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছচাষিরা। আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।