প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৫, ৬:২৮:৪৩
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়াসের। এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে খেলছেন ৭২ মিনিট। মাঠ ছাড়ার সময় রাগারাগি করে ডাগ আউটে না বসে চলে গিয়েছিলেন ড্রেসিং রুমে। পরে অবশ্য ফিরেও এসেছিলেন। এরপর শুরু হয় ভিনিসিয়াসের দল বদল নিয়ে গুঞ্জন। নিজের ব্যবহারের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তবে সব জল্পনা-কল্পনা ছাড়িয়ে রিয়াল মাদ্রিদ বস জাবি আলনসো অবশ্য পরিষ্কার করেছেন, নিজেদের মধ্যে কোনো ঝামেলাই নেই।
গেল সিজনে কার্লো আনচেলোত্তির বিদায়ের পর রিয়াল মাদ্রিদ দলের দায়িত্ব নেন আলানসো। দায়িত্ব নেওয়ার পর ক্লাবের পুরোনো সব নিয়মে পরিবর্তন নিয়ে আসেন। সরাসরি জানান, ‘একাদশে কোনো খেলোয়াড়ের জায়গা স্থায়ী নয়।’
আর তাতেই ভিনিসিয়াস তার নিজের অবস্থান পাকাপোক্ত করতে ব্যর্থ হন। সে কারণে সিজনের অনেক ম্যাচে বেঞ্চেও বসে থাকতে হয় তাকে। শেষ এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে খেলছেন মাত্র ৭২ মিনিট। লিগের পরবর্তী ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও ৭৯ মিনিট খেলে মাঠ ছাড়েন ভিনি। রিয়াল মাদ্রিদ ৪-০ গোলের বড় জয় পেলেও ভিনিসিয়াস ছিলেন একেবারে সাদামাটা। তার ওপর ৪৩ মিনিটে করেছেন পেনাল্টি মিস।
এরপর শুরু হয় আরও জোড়ালো গুঞ্জন। নিজের অধারাবাহিকতা এবং একাদশে জায়গা স্থায়ী না হওয়ায় দল ছাড়ার কথা চিন্তা করছেন ব্রাজিলিয়ান এই তারকা, এমনটাই জানিয়েছে গোল ডট কম।
ভিনিসিয়াসকে পেতে আগ্রহ দেখিয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস। প্যারিসও নাকি বসে আছে আড়ি পেতে। যদিও এসব কেবলই গুঞ্জন। ২০০ মিলিয়ন ইউরো দিতেও নাকি প্রস্তুত তারা।
যদি সত্যিই ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদকে বিদায় জানান, তবে আর্লিং হলান্ডকে দলে ভেড়াতে পারে রিয়াল মাদ্রিদ। কিছু তথ্য অনুযায়ী, আর্লিং হলান্ডেরও স্বপ্ন রিয়াল মাদ্রিদে খেলার। চলতি সিজনেও সেই চিরচেনা আর্লিং হলান্ড উড়ছেন গোল উদযাপনে। সব প্রতিযোগিতা মিলে ১৬ ম্যাচেই করেছেন ১৮ গোল ও ২ অ্যাসিস্ট।