নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ দল, প্রতিপক্ষ শক্তিশালী নেপাল।
প্রকাশিত : ১৩ জুলাই ২০২৫, ২:৪৮:০৩
ঢাকা, ১৪ জুলাই: শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় অর্জনের পর গতকাল হোটেলেই বিশ্রাম নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। দিনের শুরুতে ছিল সুইমিং সেশন, বিকালে স্ট্রেচিং ও সন্ধ্যায় ভিডিও অ্যানালাইসিস, যাতে তারা আজ সন্ধ্যা ৭টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নেপালের বিপক্ষে নিজেকে সেরার প্রমাণ দিতে পারে।
নেপালকে এ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। তারা প্রথম ম্যাচে ৬-১ গোলে ভুটানকে পরাজিত করেছে। অন্যদিকে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছে। আজকের ম্যাচ লিগ পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে জয় নিশ্চিত করলে শিরোপার বড় দৌড়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আজ একই দিনে বেলা ৩টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভূটান।
দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, "গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর আজ রিকোভারি সেশন ছিল। সন্ধ্যায় কোচ আমাদের সঙ্গে ভিডিও দেখে পরবর্তী ম্যাচের জন্য নির্দেশনা দেবেন, যা মাঠে প্রয়োগ করার চেষ্টা করব।" তিনি আরও বলেন, "নেপালের বিরুদ্ধে জয়ই আমাদের লক্ষ্য। যেভাবেই হোক শিরোপা ধরে রাখতে চাই।"
গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ জানান, "শ্রীলঙ্কার সঙ্গে ভারী ম্যাচ খেলায় মেয়েরা ক্লান্ত ছিল। তাই আজ পুরো দিন ব্যায়াম ও পুনরুদ্ধারে সময় দিয়েছি। আশা করছি, আজকের ম্যাচে ভালো ফল নিয়ে মাঠ ছাড়ব।" তিনি আরও বলেন, "আমরা কোনো দলকেই ছোট করে দেখছি না, সবাই কঠিন প্রতিপক্ষ। নেপাল আমাদের প্রধান প্রতিপক্ষ, তাই শতভাগ শক্তি নিয়ে মাঠে নামব।"
গত ২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শিরোপা জিতেছিল। এবারের টুর্নামেন্টেও শিরোপা ধরে রাখাই দলের প্রধান লক্ষ্য।