প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৫, ৪:৫৭:৫৫
নাম বদলের রাজনীতি বিজেপির নতুন নয়। মোঘল গার্ডেনের নাম বদলে করা হয়েছে অমৃত উদ্যান। হোশাঙ্গাবাদ হয়েছে নর্মদাপুরম। এমন উদাহরণ অনেক। তবে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দেশের রাজধানী নয়াদিল্লির নাম পরিবর্তনের প্রস্তাব করেছেন ক্ষমতাসীন বিজেপির এক সাংসদ।
প্রবীণ খাণ্ডেলওয়াল নামের ওই সাংসদের দাবি, দিল্লির নতুন নাম হোক ‘ইন্দ্রপ্রস্থ’। এই দাবি জানিয়ে একটি চিঠি লিখেছেন তিনি।
তাতে লেখেন, “দিল্লির ইতিহাস কেবল হাজার হাজার বছরের পুরনো নয়। বরং ভারতীয় সভ্যতার আত্মা ও ‘ইন্দ্রপ্রস্থ’ শহরের প্রাণবন্ত ঐতিহ্যকেও মূর্ত করে তোলে, যা পাণ্ডবরা প্রতিষ্ঠা করেছিল। ইন্দ্রপ্রস্থের পবিত্র ভূমিতে পাণ্ডবদের মূর্তি স্থাপন ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং বিশ্বাসকে পুনরুজ্জীবিত করবে।”
‘পাণ্ডবদের নীতি, ধার্মিকতা এবং সাহসের এই প্রতীক নতুন প্রজন্মকে ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং বিশ্বাসের কথা মনে করিয়ে দেবে। তা এক গৌরবময় ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত হবে।’
তিনি জানান, কেবল এক আধুনিক মহানগর নয়, ভারতীয় সভ্যতার আত্মা হলো নয়াদিল্লি। বদলে ফেলা হোক এর নাম।
খাণ্ডেলওয়াল এই প্রসঙ্গে প্রয়াগরাজ, অযোধ্যা, উজ্জ্বয়ন, বারাণসীর প্রসঙ্গও তুলেছেন। জানিয়েছেন, এগুলোর প্রাচীন নাম-মাহাত্ম্য যেমন বজায় রাখা হচ্ছে তেমনটাই করা হোক নয়াদিল্লির ক্ষেত্রেও।
তার প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাংস্কৃতিক পুনর্জাগরণের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে যদি অযোধ্যা, কাশী এবং প্রয়াগরাজের মতো প্রাচীন শহরগুলোকে পুনরুজ্জীবিত করা যায়, তাহলে দিল্লি কেন নয়?’
এর আগে, বহু রাস্তা, ইমারত, জায়গা এমনকি রেল স্টেশনের নামও বদলেছে মোদি সরকার। অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রের বিরুদ্ধে ইসলামিক সংস্কৃতি মুছে ফেলার অভিযোগ উঠেছে।