ইন্টার মায়ামির জয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি, ফ্রি কিকে উঠেছেন বিশ্বের চতুর্থ সর্বোচ্চ গোলদাতার তালিকায়।
প্রকাশিত : ১৩ জুলাই ২০২৫, ১:১৮:৪৫
মেজর লিগ সকারে লিওনেল মেসির জাদু চলছেই। ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে গতকাল (স্থানীয় সময় শুক্রবার) ন্যাশভিলের বিপক্ষে ২-১ গোলে জয় পায় ইন্টার মায়ামি। দলের হয়ে দুটি গোলই করেন আর্জেন্টাইন মহাতারকা।
এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন মেসি। এর আগে তিনি মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল ও নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। এমএলএস ইতিহাসে এই নজির আগে ছিল না।
ম্যাচের ১৭তম মিনিটে পাওয়া ফ্রি–কিক থেকে নিচু শটে দুর্দান্ত গোল করে আবারও প্রমাণ দেন—ফ্রি কিক মানেই মেসি। এই গোলের মাধ্যমে মেসি ফ্রি–কিক থেকে তার গোলসংখ্যা বাড়িয়ে ৬৯-এ নিয়ে গেছেন। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান আসুনসিওকে (৬৮)। তার সামনে এখন কেবল জুনিনিও (৭২), দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ন্যাশভিল গোলকিপার জো উইলিসের এক ব্যাক পাস নিয়ন্ত্রণে ভুলের সুযোগ নিয়ে আরও একটি সহজ গোল করেন মেসি। যদিও হ্যানি মুখতারের গোলে ন্যাশভিল একটি গোল শোধ দেয় ৪৯তম মিনিটে।
ইন্টার মায়ামি টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে উঠে এসেছে ৫ নম্বরে।