টানা পঞ্চম ম্যাচে জোড়া গোল মেসির, ফ্রি-কিকে গড়লেন নতুন রেকর্ড
মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে টানা পঞ্চম ম্যাচে জোড়া গোল করলেন লিওনেল মেসি। শেষ ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে ২-১ গোলে জয় এনে দেন তিনি। একটি গোল করেন দুর্দান্ত ফ্রি–কিক থেকে, অন্যটি উপহার পাওয়া এক ভুল বলের সুযোগে। ফ্রি–কিক থেকে গোলের তালিকায় এখন তিনি বিশ্বের চতুর্থ সর্বোচ্চ স্কোরার।