 
                            প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৫, ৫:০৭:১৯
বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়ার অভিযোগে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আসাম সরকার। বুধবার রাজ্য সরকার এ নির্দেশ দেয়।
ঘটনাটি ঘটে ২৭ অক্টোবর, শ্রীভূমি জেলার ইন্দিরা ভবনে অনুষ্ঠিত কংগ্রেস সেবা দলের এক বৈঠকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কংগ্রেস নেতা ও কবি বিদ্যু ভূষণ দাস বাংলাদেশের জাতীয় সংগীতের কয়েকটি লাইন পরিবেশন করছেন।
বুধবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘দুদিন আগে শ্রীভূমি জেলা কংগ্রেস ভারতের জাতীয় সংগীতের বদলে বাংলাদেশের জাতীয় সংগীত বাজিয়েছে। এটি দেশের জনগণ ও জাতীয় সংগীতের প্রতি চরম অসম্মান।’
তিনি আরও দাবি করেন, ‘উত্তর–পূর্ব ভারত একসময় বাংলাদেশ হবে বলে বক্তব্য দেন বাংলাদেশের অনেক বিশিষ্ট নাগরিক, কংগ্রেসের এই আচরণ তেমন দাবিকেই সমর্থন করে।’
অভিযোগ অস্বীকার করে শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনীতি করবেন না। আমাদের সম্মানিত নেতা রবী ঠাকুরের লেখা একটি গানের মাত্র দুই লাইন গেয়েছেন। এটিকে দেশবিরোধী বলা রবী ঠাকুরেরই অপমান।’
আসাম কংগ্রেস সভাপতি গৌরব গগৈও নেতার পক্ষ নিয়ে বলেন, ‘বিজেপি সাজানো বিতর্ক তুলে জনগণের মনোযোগ ঘোরাতে চাইছে। গানটি বাংলা সংস্কৃতির গৌরব।’