আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত প্রস্তুতির নির্দেশনা, ফেব্রুয়ারি-এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের ইঙ্গিত
প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ১২:১০:০৮
ঢাকা, ৯ জুলাই ২০২৫ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংশ্লিষ্ট সব ধরনের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বুধবার রাতে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), কোস্টগার্ডের মহাপরিচালক, আনসার বাহিনীর ডিজিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর যাবতীয় প্রস্তুতি ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করতে হবে। সেইসঙ্গে ডিসি, এসপি, ওসি এবং ইউএনওদের মধ্যে প্রয়োজনীয় রদবদল র্যান্ডম ভিত্তিতে সম্পন্ন করার কথাও বলা হয়েছে।”
তিনি আরও জানান,
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতির কাজ সঠিকভাবে সম্পন্ন হলে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সিইসি ইতোমধ্যেই নির্বাচনের সম্ভাব্য সময়সীমা হিসেবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের কথা জানিয়েছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী আগেই নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়ে দাবি জানিয়েছে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।