প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৫, ২:১৮:৪২
২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ মঙ্গলবার দুপুরের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এরইমধ্যে শিক্ষক-কর্মচারীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'দেশ গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকদের দাবি মেনে নিন।'
এদিকে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, আশ্বাস নয়, প্রজ্ঞাপন নিয়েই শিক্ষা কার্যক্রমে ফিরতে চান তারা। এরইমধ্যে তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ছাড়াও তাদের দাবির মধ্যে রয়েছে ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা।
শুরুতে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দিলেও পরে ২ ঘণ্টা বাড়িয়ে দুপুর ২টার মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানান শিক্ষকরা। হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, প্রজ্ঞাপন না দিলে সচিবালয়ে অভিমুখে যাত্রা করবেন তারা। সেই সঙ্গে যুক্ত হবেন শিক্ষার্থীরাও।
রোববার (১২ অক্টোবর) থেকে এসব দাবি নিয়ে রাজপথে অবস্থান করছেন শিক্ষকরা। শুরুতে প্রেসক্লাবের সামনে অবস্থান করলেও, পরে পুলিশি বাধায় সেদিন থেকেই অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে।