বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৃথক দুটি সমাবেশের আয়োজন করেছে।
প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ১০:৩১:২০
ঢাকা: রাজধানী ঢাকায় আজ রোববার (৩ আগস্ট) বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৃথক দুটি সমাবেশের আয়োজন করেছে। শাহবাগ মোড়ে দুপুর থেকে ছাত্রদলের সমাবেশ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির জনসমাবেশকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যান চলাচল সীমিত করা হয়েছে। একইসঙ্গে শহরে চলছে এইচএসসি, সমমান এবং বিসিএস পরীক্ষা। ফলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিকল্প পথে চলাচলের নির্দেশনা দিয়েছে এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কোথায়, কখন সমাবেশ
আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্রদল ‘ছাত্র সমাবেশ’ করবে। একই দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ১-৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘জুলাই জাগরণ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে।
যান চলাচলে ডিএমপির নির্দেশনা
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্যাপক জনসমাগম ঘটবে। এসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং শাহবাগ ক্রসিং পুরোপুরি এড়িয়ে চলতে বলা হয়েছে।
বিকল্প রুট:
বাড়তি নিরাপত্তা
দুই সমাবেশকে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। টিএসসি এলাকায় বাড়তি তল্লাশিচৌকি বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, যেকোনো নাশকতা ঠেকাতে রাজধানীসহ সারাদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি বাড়ানো হয়েছে।
ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম বলেন,
বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এদিকে আজ এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে ডিএমপি।