সমাবেশ ঘিরে শাহবাগ ও শহীদ মিনারে ট্রাফিক নিয়ন্ত্রণ, বাড়তি নিরাপত্তা
ঢাকা: রাজধানী ঢাকায় আজ রোববার (৩ আগস্ট) বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৃথক দুটি সমাবেশের আয়োজন করেছে। শাহবাগ মোড়ে দুপুর থেকে ছাত্রদলের সমাবেশ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির জনসমাবেশকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যান চলাচল সীমিত করা হয়েছে। একইসঙ্গে শহরে চলছে এইচএসসি, সমমান এবং বিসিএস পরীক্ষা। ফলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিকল্প পথে চলাচলের নির্দেশনা দিয়েছে এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।