খুনিদের পালিয়ে যাওয়া বিচারের দাবি রাখে, রাজনৈতিক সংস্কৃতি বদলানো জরুরি আলোচনা সভায় মত উপদেষ্টার
প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ৩:১৩:৫৮
‘জুলাই গণহত্যার বিচার : আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জুলাই হত্যাকারীদের সমর্থকেরা এখনও বিভিন্ন সেক্টরে সক্রিয় রয়েছে। তারা না থাকলে খুনিরা পালিয়ে যেতে পারত না। এই খুনিরা কীভাবে দেশ ছাড়ল, তা-ও বিচারের দাবি রাখে।”
তিনি বলেন, “অভিযুক্ত ব্যক্তিদের অনুপস্থিতিতে ট্রাইব্যুনালে বিচার হবে, রায়ও হবে। কিন্তু যারা নির্দেশ দিয়েছে বা সক্রিয়ভাবে জড়িত ছিল, তাদের বিচারের মুখোমুখি করা না গেলে বিচার অসম্পূর্ণ থাকবে।”
সৈয়দা রিজওয়ানা হাসান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, “জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে রাজনৈতিক দলগুলোকে। সংস্কৃতির বদল ছাড়া প্রাতিষ্ঠানিক পরিবর্তন সম্ভব নয়।”
আলোচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান,
জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের একটি বড় অংশের বিচার এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৩ আগস্ট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। আয়োজনের অংশ হিসেবে ‘ট্রায়াল অব জুলাই কার্নেজ’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন এবং শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।
এই অনুষ্ঠান ছিল জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ, আয়োজক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।