‘জুলাই হত্যাকারীদের সমর্থকেরা এখনও বিভিন্ন সেক্টরে সক্রিয়’: সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের দায়ীদের অনেকে এখনো বিভিন্ন সেক্টরে সক্রিয় রয়েছেন। রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, খুনিরা যদি দেশের অভ্যন্তরে সমর্থন না পেত, তাহলে পালিয়ে যেতে পারত না। অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার হলেও প্রকৃত বিচারের দাবি অমীমাংসিত থেকে যাবে বলে মন্তব্য করেন তিনি।