মাইলস্টোন স্কুল দুর্ঘটনার দায়-দায়িত্ব নিরূপণে সাবেক সচিব জাফর উল্লার নেতৃত্বে তদন্ত, চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১:৫৭:২১
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে একটি ৯ সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করেছে সরকার। রবিবার (২৭ জুলাই) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খানকে কমিশনের সভাপতি এবং আরও আটজন বিশিষ্ট ব্যক্তিকে সদস্য করা হয়েছে।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন:
তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা দেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২১ জুলাই সংঘটিত ওই মর্মান্তিক দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি এবং দায়দায়িত্ব নির্ধারণ করা হবে কমিশনের প্রধান কাজ। সেই সঙ্গে দুর্ঘটনায় নিহত ও আহতদের জীবনহানি এবং সম্পদের ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ করা হবে।
কমিশনের কার্যপরিধিতে আরও বলা হয়েছে, বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার অনুমোদন, ফ্লাইং জোনের অবস্থানগত নিরাপত্তা এবং আইনগত বিষয় পর্যালোচনা করবে কমিশন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশিক্ষণ বিমান পরিচালনা, ফ্লাইং জোন ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশ করবে তারা।
উল্লেখ্য, বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩৬ জন মারা গেছেন, যাদের মধ্যে অধিকাংশই স্কুলের শিক্ষার্থী। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৮ জন।