মাইলস্টোন ট্রাজেডি: তদন্তে ৯ সদস্যের কমিশন গঠিত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার কারণ অনুসন্ধানে ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খানের নেতৃত্বে গঠিত এই কমিশনকে চার সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ ছাড়াও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সুপারিশ করবে কমিশন।